বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেন সেনাবাহিনীকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিবে যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১২ মে ২০২৩ | প্রিন্ট

ইউক্রেন সেনাবাহিনীকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিবে যুক্তরাজ্য

ইউক্রেন ও রাশিয়ার চলমান সংঘর্ষ ক্রমেই বেড়ে চলছে। এরই মধ্যে বাখমুতে দুর্বল হতে শুরু করেছে রাশিয়ার প্রতিরোধ। এবার রাশিয়ার বিরুদ্ধে হামলা করতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিবে যুক্তরাজ্য।

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করার কথা জানালো যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানিয়েছেন, বিশেষ ধরনের এই স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র পাঠানো হবে ইউক্রেনে। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ২৫০ কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে হামলা চালাতে পারে।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যখন ব্রিটেন সফরে গিয়েছিলেন তখন তাকে এই ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেন, রাশিয়ার বোমা ও ইরানীয় ড্রোনের থেকে কিয়েভের নিরাপত্তা প্রয়োজন। এমন পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র গুলো ইউক্রেন সেনাবাহিনীর সক্ষমতা আরো বৃদ্ধি করবে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের নয়টি এলাকায় পর পর হামলা চালিয়েছে রাশিয়া। এতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো সুমি, চেরনিহিভ, খারকিভ, খেরসন, জাপোরিঝিয়া, নিপ্রোপেট্রোভস্ক, মাইকোলাইভ, লুহানস্ক ও ডনেৎস্ক। এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন। গুরুতর আহত ১২ জন।

জানা গেছে, মাটিতে গোলা-বারুদ ও আকাশপথে বিমান হামলা একসঙ্গে দুটিই চালিয়েছে রুশ সেনাবাহিনী। আঘাতে খারকিভে কম পক্ষে ছ’টি বাড়ি ভেঙে গুঁড়িয়ে গেছে।

খেরসন এলাকার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ৯০ বার গোলাগুলি আর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জাপোরিঝিয়ার দাবি, সেই এলাকায় কম পক্ষে ৭০ বার হামলা চালানো হয়েছে। ধ্বংস হয়ে গিয়েছে ৩০টিরও বেশি বাড়ি। যদিও রাশিয়া এই হামলার নিয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box
advertisement

Posted ৭:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১২ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(217 বার পঠিত)
(194 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]