শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিএমএবির ২৪তম সমাবর্তন উদযাপন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ মে ২০২৩ | প্রিন্ট

আইসিএমএবির ২৪তম সমাবর্তন উদযাপন

উৎসবমুখর পরিবেশে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের (আইসিএমএবি) ২৪তম সমাবর্তন গতকাল র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদস্যদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী সমাবর্তন বক্তা ছিলেন। আইসিএমএবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসার ব্যয় সংকোচন এবং সম্পদের অপচয় ও অপব্যবহার কমাতে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের (সিএমএ) ভূমিকা অপরিহার্য। বাণিজ্যমন্ত্রী মোট ৪৮৬ জন সিএমএ ডিগ্রিধারীর হাতে সনদপত্র তুলে দেন।
মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, সিএমএদের পেশাগত জ্ঞান রয়েছে। তারা যে কোনো কোম্পানির দুর্বলতা চিহ্নিত করতে পারেন এবং প্রতিকারের পরামর্শ দিয়ে সহায়তা দিতে পারে।তপন কান্তি ঘোষ বলেন, আইসিএমএবি পেশাদার অ্যাকাউন্ট্যান্ট প্রস্তুত করছে, যারা করপোরেট এবং পাবলিক সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইসিএমএবি সভাপতি মো. আব্দুর রহমান খান, সমাবর্তনের আহ্বায়ক ও সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪০ অপরাহ্ণ | সোমবার, ১৫ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]