মঙ্গলবার ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তান সিরিজে সাকিবকে নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ মে ২০২৩ | প্রিন্ট

আফগানিস্তান সিরিজে সাকিবকে নিয়ে অনিশ্চয়তা

আয়ারল্যান্ডের বিপক্ষে গেল শুক্রবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। পরবর্তী সময়ে চোট নিয়েই ফিল্ডিং করেন তিনি। এমনকি নামেন ব্যাট হাতেও। তবে এরপরই জানা যায় দুঃসংবাদ।

বিসিবির তরফে জানানো হয়, আঙুলের ইনজুরির কারণে সাকিবকে কমপক্ষে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এ কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ছিলেন না এই টাইগার অলরাউন্ডার। যদিও শুক্রবার তার আঙুলে ব্যথা নিয়ে কোনো কিছু আন্দাজ করা যায়নি।

তবে শনিবার জানা যায়, আঙুলের সেই স্থানে ব্যথার পরিমাণ বেশি, হয়েছে ফ্র্যাকচার। আর এই ব্যথা না কমায় শেষ ম্যাচে দেখা যায়নি সাকিবকে।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরার সময় সাকিব ডান হাতের তর্জনির ডগায় আঘাত পান। এক্সরে রিপোর্টে দেখা গেছে যে, তার ওই আঙুলের ডগায় চিড় ধরেছে। যা থেকে সেরে উঠতে কমপক্ষে ছয় সপ্তাহ সময় লাগবে।

এদিকে আগামী ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে আফগানিস্তান দল। আর এ সময় আঙুলের চোটে সাকিবকে থাকতে হবে বিশ্রামে। ফলে এই টেস্টটি নিশ্চিতভাবে মিস করতে যাচ্ছেন তারকা এই অলরাউন্ডার।

এছাড়া ঈদের পর জুলাইতে আফগানদের বিপক্ষে ওয়ানডে এবং টি-২০ সিরিজ রয়েছে। ধারণা করা হচ্ছে, সেই সিরিজে দেখা যাবে সাকিবকে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩০ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]