শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ড্রাইভিংয়ের আড়ালে চলছিল তার রমরমা মাদক ব্যবসা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৬ মে ২০২৩ | প্রিন্ট

ড্রাইভিংয়ের আড়ালে চলছিল তার রমরমা মাদক ব্যবসা

পেশা ড্রাইভিং, আড়ালে তার রমরমা মাদক কারবার চলছিলো। অবশেষে ধরা পড়তে হলো র‌্যাবের হাতে। ফেনীর লালপোল এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম সুমনকে (২৯) সোমবার দুপুরে আটক করেছে র‌্যাব।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদককের আনুমানিক মূল্য ৪ লাখ ৭৫ হাজার টাকা।

র‌্যাব-৭, ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী পিকআপে মাদক বহন করে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে কুমিল্লা যাচ্ছেন। র‌্যাবের একটি দল চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের ফেনীর লালপোল শিমুলের ফলের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় সন্দেহজনক একটি পিকআপকে থামানোর সংকেত দিলে পিকআপটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা পিকআপসহ ফেনীর দৌলতপুর গ্রামের মৃত আবু আহম্মদের ছেলে শরিফুল ইসলাম সুমনকে আটক করেন।

আটককৃতকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে পিকআপ থেকে ২৫ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় ও পিকআপটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদককের আনুমানিক মূল্য ৪ লাখ ৭৫ হাজার টাকা।

আটককৃত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, ড্রাইভিং পেশার আড়ালে তিনি দীর্ঘদিন কৌশলে গাঁজা, ফেনসিডিল চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে ক্রয় করে পরবর্তীতে কুমিল্লা, ফেনীসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছিলেন।

ফেনীস্থ র‌্যাব কোম্পানি অধিনায়ক স্কোয়াডন লিডার সাদেকুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]