বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নগদ ফাইন্যান্সের লাইসেন্স ইস্যু করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ মে ২০২৩ | প্রিন্ট

নগদ ফাইন্যান্সের লাইসেন্স ইস্যু করে প্রজ্ঞাপন

ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠান নগদ ফাইন্যান্স পিএলসির নামে লাইসেন্স ইস্যু করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ডেপুটি গভর্নর আহমেদ জামাল সাক্ষরিত প্রজ্ঞাপনটি বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আগামীতে এ প্রতিষ্ঠানের সহযোগী কোম্পানি হিসেবে কাজ করবে এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড।

দীর্ঘদিন ধরে এমএফএস সেবা দিলেও নগদের নামে লাইনেন্স ইস্যু করতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানটিকে বৈধতা দিতে গত বছরের ৩০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বিভিন্ন শর্তে নগদ ফাইন্যান্সের নামে সম্মতিপত্র বা এলওআই দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর গত ২ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রতিষ্ঠানটির নামে লাইসেন্স ইস্যুর সিদ্ধান্ত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আইনের ৪(১) ধারার ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক নগদ ফাইন্যান্স পিএলসিকে অর্থায়ন ব্যবসা পরিচালনার লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে লাইসেন্স দিয়েছে। প্রতিষ্ঠানটির ঠিকানা ডেল্টা ডালিয়া টাওয়ার, ৩৬, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা। একই ঠিকানায় বর্তমানে এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান নগদের প্রধান কার্যালয়।

জানা গেছে, এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেডে লাইসেন্স পাওয়া নগদ ফাইন্যান্সের শেয়ার ৫১ শতাংশ। বাকি শেয়ার বেসরকারি খাতের বিভিন্ন ব্যক্তির। ১০০ কোটি টাকা মূলধন নিয়ে প্রতিষ্ঠানটি কার্যক্রমের অনুমতি পেয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৭ অপরাহ্ণ | বুধবার, ১৭ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]