শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বসিক নির্বাচন: ৬ মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৪

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ | প্রিন্ট

বসিক নির্বাচন: ৬ মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৪

আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে (বসিক) যাচাই-বাছাই শেষে ১০ মেয়রপ্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া চার মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় নগরীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

তিনি জানান, যথাযথ কাগজপত্র না থাকায় চার মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৈধ ৬ প্রার্থী হলেন, আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ, জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র কামরুল আহসান রুপণ ও আলী হোসেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, লুৎফুল কবির, সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের, মো. আসাদুজ্জামান ও নেসারউদ্দিন। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী।

বরিশাল সিটিতে দুই লাখ ৭৬ হাজার ৪৯৭ ভোটার রয়েছেন। সিটি করপোরেশন নির্বাচন হবে ইভিএমে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন ভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে ৩০টি ওয়ার্ডে ১২৪টি কেন্দ্রের ভেতরে ও বাইরে এবং সব বুথেও থাকবে সিসি ক্যামেরা।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]