শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেট্রোরেল চলবে ১২ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ | প্রিন্ট

মেট্রোরেল চলবে ১২ ঘণ্টা

দেশের প্রথম মেট্রোরেল চলাচলের সময় আরো ৬ ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৩১ মে থেকে উত্তরা-আগারগাঁও রুটে সকাল ৮টা-রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা যাত্রী পরিবহন করবে মেট্রোরেল।
বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক।

ডিএমটিসিএল এমডি বলেন, আমরা আগেই বলেছি ক্রমান্বয়ে সময় বাড়াবো। সে অনুযায়ী জনগণের চাহিদা বিবেচনায় আমরা নতুন সময়সূচিতে চলবো। আগামীতে পরিস্থিতি বিবেচনায় সময়সূচি আরো বাড়ানো হবে।

তিনি আরো বলেন, নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ বিবেচনা করে প্রতি ১০ মিনিট পর পর মেট্রোরেল ছাড়বে। ১১টার পর থেকে ১৫ মিনিটের ব্যবধানে চলবে বিকেল ৩টা পর্যন্ত। পরবর্তী ৩ ঘণ্টা আবারো ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রোরেল। সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে ‘নন পিক আওয়ার’ ধরে ১৫ মিনিট পর পর চলবে রাত ৮টা পর্যন্ত।

এছাড়া বর্তমানে মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে শুক্রবার বন্ধ থাকবে বলেও জানিয়েছেন এম এ এন সিদ্দিক।

গত বছরের ২৮ ডিসেম্বর ঢাকায় যাত্রা শুরু করে দেশের প্রথম মেট্রোরেল। এখন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। চলতি বছরের শেষ দিকে এই অংশ চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ ২০২৫ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে ডিএমটিসিএল সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]