
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২২ মে ২০২৩ | প্রিন্ট
ঢাকা মহানগর এলাকায় যেকোনো অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষ জনশৃঙ্খলা ব্যবস্থাপনার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অফিসারদের নিয়ে অস্ত্র প্রশিক্ষণ কোর্স শুরু করেছে।
সোমবার ডিএমপির ট্রেনিং একাডেমিতে দুই দিনব্যাপী ‘জনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও অস্ত্র প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এই প্রশিক্ষণের আয়োজন করেন ডিএমপির প্ল্যানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স, ডেভেলপমেন্ট (পিআরএন্ডএইচআরডি) বিভাগ। এতে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।ডিএমপিতে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তাদের নিয়ে কোর্স শুরু করা হয়েছে।
Posted ২:০০ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০২৩
ajkerograbani.com | Salah Uddin