
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৩ মে ২০২৩ | প্রিন্ট
যশোরের অভয়নগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুহিন আলম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে উপজেলার ভাঙ্গাগেটে অবস্থিত সাউথ বেঙ্গল ফার্টিলাইজার মিলে এ ঘটনা ঘটে।
শ্রমিক তুহিন আলম (২৪) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আবদুল মাজেদ গাজীর ছেলে। তিনি উপজেলার ভাঙ্গাগেটে অবস্থিত সাউথ বেঙ্গল ফার্টিলাইজার মিলে বিদ্যুৎ বিভাগে শ্রমিকের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শিল্প পুলিশের যশোর সাবজোন-২ এর নওয়াপাড়ার ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবু সুফিয়ান জানান, দুপুরে তুহিন আলম মিলে বিদ্যুতের কাজ করছিলেন।
এ সময় তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে মিলের অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
Posted ৪:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ মে ২০২৩
ajkerograbani.com | Salah Uddin