শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যারিবীয়দের বোলিং তোপে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩১ মে ২০২৩ | প্রিন্ট

ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে চারদিনের অনানুষ্ঠানিক তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে লড়ছে বাংলাদেশ ‘এ’ দল। এ ম্যাচের দ্বিতীয় দিন শেষে ফলোঅনের শঙ্কায় পড়েছে স্বাগতিকরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের প্রথম ইনিংসে ৪৪৫ রানের বড় সংগ্রহ পেয়েছিল উইন্ডিজ ‘এ’ দল। জবাবে নিজেদের প্রথম ইনিংসে আজ (৩১ মে) দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফলোঅন এড়াতে টাইগারদের এখনো প্রয়োজন ১৩৮ রান। যা একপ্রকার অসাধ্যই বলা চলে।

এদিন টাইগার ব্যাটারদের ব্যাটিং ধস সাক্ষী হলো সিলেট। শুরুতে মাহমুদুল হাসান জয় ৯, পরবর্তীতে ৫ রানে বিদায় নেন মুমিনুল হক। এরপর জাকির হাসানকে নিয়ে অধিনায়ক সাইফ হাসান হাল ধরার চেষ্টা চালাচ্ছিলেন। তবে ব্যক্তিগত ২৯ রানে থাকাকালে রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন জাকির।

এরপর নিয়মিত বিরতিতে আরো ২ উইকেট হারায় স্বাগতিকরা। ইয়াসির আলী রাব্বি ৯ এবং শাহাদাত হোসেন দিপু থামেন মাত্র ৩ রানে। পরবর্তীতে সাইফ ফেরেন ৩২ রানে। দ্রুত রান তুলতে থাকা নুরুল হাসান সোহানও ফেরেন ২৮ রান করে।

দিন শেষে তানজিম হাসান সাকিব ১৭ ও নাসুম আহমেদ ৭ রানে অপরাজিত রয়েছেন। এর আগে নাসুমের ৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ইনিংস থামে ৪৪৫ রানে। আগের দিন ৩২০ রানের সঙ্গে আজ প্রথম সেশনে ১২০ রান যোগ করে ক্যারিবিয়ানরা।

এদিকে প্রথম ম্যাচে হারের শঙ্কা থাকলেও শেষ মুহূর্তে কোনো রকমে পরাজয় এড়ায় বাংলাদেশ ‘এ’ দল। তবে অনানুষ্ঠানিক সিরিজের দ্বিতীয় টেস্টে শেষ রক্ষা হয়নি। স্বাগতিকদের বিপক্ষে ৩ উইকেটের জয় পায় সফরকারী ক্যারিবীয় যুবারা। তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে অধিনায়ক বদলেও দলের ব্যর্থতার চিত্র বদলায়নি বাংলাদেশের।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩০ অপরাহ্ণ | বুধবার, ৩১ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]