
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০২ জুন ২০২৩ | প্রিন্ট
চলতি বছরে আরো ১০০ মসজিদ উদ্বোধনের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার বিকেলে সংসদে বাজেট উপস্থাপনার সময় এ তথ্য জানান তিনি।
অর্থমন্ত্রী জানান, ধর্মীয় নৈতিক শিক্ষার জন্য সব জেলা ও উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের অধীনে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এই পর্যন্ত ১৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে। চলতি অর্থবছরে আরো ১০০ মডেল মসজিদ উদ্বোধনের পরিকল্পনা আছে।
তিনি বলেন, মসজিদ, মাদরাসা, ঈদগাহ কবরস্থান, দুঃস্থ ব্যক্তি, মন্দির, শ্মশান, প্যাগোডা, গির্জা, সেমিট্রির উন্নয়নে অনুদান প্রদান ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
Posted ৩:৪৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ জুন ২০২৩
ajkerograbani.com | Salah Uddin