
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০২ জুন ২০২৩ | প্রিন্ট
রংপুরের নিউ জুম্মাপাড়ার সুইপার কলোনিতে আগুন লেগে ১৫ বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দা অটোরিকশাচালক মোহাম্মদ রফিক জানান, এ কলোনিতে তিন শতাধিক মুসলিম ও তিন শতাধিক সুইপার পরিবার বসবাস করেন। রাত সাড়ে ৯টার দিকে বাবুর্চি মিন্টু মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে সোয়া ১০টার দিকে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে মিন্টুসহ আশপাশের অন্তত ১৫টি পরিবারের টিনের ঘর ও মালামাল পুড়ে গেছে।
স্থানীয় শিক্ষার্থী তাহসান হোসেন বলেন, আগুন লাগা দেখে ৯৯৯-এ ফোন দেই। পরে ফায়ার সার্ভিসের কর্মী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি
Posted ৫:০৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ জুন ২০২৩
ajkerograbani.com | Salah Uddin