শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার মদ্রিচকে সৌদির লোভনীয় প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০২ জুন ২০২৩ | প্রিন্ট

এবার মদ্রিচকে সৌদির লোভনীয় প্রস্তাব

একের পর এক ফুটবলারদের লোভনীয় প্রস্তাব দিয়ে যাচ্ছে সৌদি আরবের ক্লাবগুলো। গত ডিসেম্বরে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছে আল নাসর। এরপর প্রস্তাব করেছে মেসি, বেনজেমা, রামোসের মতো ফুটবলারদের। এবার রিয়াল মাদ্রিদের তারকা লুকা মদ্রিচের দিকে চোখ সৌদি আরবের।

পিএসজিতে আগামী শনিবার (৩ জুন) নিজের শেষ ম্যাচ খেলবেন লিওনেল মেসি। তা ক্লাবের কোচ নিজেই নিশ্চিত করেছেন। এরপর মেসির গন্তব্য কোথায় হবে তা নিয়ে দেখা দিয়েছে জল্পনা-কল্পনা। অনেকেই বলছেন, মেসি যাবেন বার্সেলোনায়। আবার কেউ বলছেন তিনি ইতোমধ্যেই সৌদি আরবের ক্লাবকে হ্যাঁ বলে দিয়েছেন। তবে শেষ পর্যন্ত কী হবে তা সময়ই বলে দেবে।

তবে তার আগে আরেক কিংবদন্তী ফুটবলারকে দলে ভেড়াতে চাচ্ছে সৌদি আরব। রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচকে ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ৩ বছরের জন্য চুক্তির প্রস্তাব দিয়েছে সৌদি আরবের এক ক্লাব। ‘ওকে ডায়েরিও’র বরাতে এমনটাই জানিয়েছে গোলডটকম।

চলতি মৌসুম শেষেই রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মদ্রিচের। ফলে এরই ফায়দা নিতে যাচ্ছে তারা। যদিও ফুটবল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, সৌদি আরবের লোভনীয় প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক। আগামী মৌসুমে রিয়ালেই থাকছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

২০১২ সালে রিয়ালে যোগ দেয়ার পর সম্ভাব্য সকল ট্রফিই জিতেছেন লুকা মদ্রিচ। লা লিগা শিরোপা, কোপা দেল রেসহ নিজের ব্যক্তিগত ঝুলিও ভারি করেছেন ব্যালন ডি’অর জিতে।

এদিকে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় সৌদি আরব। ওই বিশ্বকাপের আয়োজক হওয়ার স্বীকৃতি পেতেই ইউরোপের সেরা ফুটবলারদের টানতে চাচ্ছে তারা। তারকা ফুটবলারদের চুক্তি করাতে পারলে, তাদের সঙ্গে শুভেচ্ছাদূতের চুক্তিও করতে পারবে আরব দেশটি।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ জুন ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]