
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৩ জুন ২০২৩ | প্রিন্ট
২০১৮ সালের বিশ্বকাপের পর স্পেন জাতীয় দলের হয়ে বিদায় জানিয়েছেন। জাতীয় দলের বিদায়ের পর দীর্ঘ দিনের ক্লাব বার্সেলোনাকেও বিদায় জানিয়েছেন সেই বছরে। বলছি, আন্দ্রেস ইনিয়েস্তার কথা। বর্তমানে স্পেনের সাবেক এই মিডফিল্ডার খেলছেন জাপানিজ ক্লাব ভিসেল কোবে। কয়দিন আগেই সেই ক্লাবকে বিদায় জানিয়েছেন তিনি। নতুন ক্লাব হিসাবে আর্জেন্টিনার ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন ইনিয়েস্তা।
সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। আর্জেন্টিনোস জুনিয়রস নামের ওই ক্লাবে ইনিয়েস্তার সাবেক এক বার্সা সতীর্থ রয়েছেন। গ্যাব্রিয়েল মিলিতো টিম ডিরেক্টর হিসেবে দায়িত্বরত আছেন ওই দলটিতে। মিলিতোর সঙ্গে বন্ধুত্বের খাতিরেই আর্জেন্টাইন ক্লাবে সাবেক এই স্প্যানিশ তারকাকে খেলানোর সুযোগ দেখছেন তারা।
প্রতিবেদনটি আরো জানা যায়, ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন। এছাড়াও কাতালান ক্লাব বার্সেলোনায় দীর্ঘদিন ইনিয়েস্তার সঙ্গে খেলেছেন মিলিতো। ২০০৭ সাল থেকে ২০১১ পর্যন্ত সময়কালে তারা দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১০টি শিরোপা জিতেছেন।
সেই প্রসঙ্গ টেনে এনে বুয়েন্স আয়ার্সের ক্লাবটির সভাপতি ক্রিস্টিয়ান ম্যালাস্পিনা বলেছেন, ‘মিলিতো ও ইনিয়েস্তা দুজন ভালো বন্ধু। ইতোমধ্যে ইনিয়েস্তার সঙ্গে আর্জেন্টিনায় আনার ব্যাপারে কথা বলেছেন মিলিতো। দেখা যাক তিনি কোন সিদ্ধান্তে আসেন, তবে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।’
কয়দিন আগেই শোনা যাচ্ছিল এই তারকা ফুটবলারকে সৌদি আরব থেকে লোভনীয় প্রস্তাবেরও গুঞ্জন ওঠে। তবে এবার শোনা যাচ্ছে আর্জেন্টিনার ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন ইনিয়েস্তা।
Posted ৭:১২ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ জুন ২০২৩
ajkerograbani.com | Salah Uddin