
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৩ জুন ২০২৩ | প্রিন্ট
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যুপুরীতে পরিণত হওয়া দুর্ঘটনাস্থল ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বরে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৩ জুন) সেখানে তিনি জরুরি বৈঠক করবেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পরে আহতদের দেখতে কটক হাসপাতালে যাওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির।
বালেশ্বরে বৈঠককালে ট্রেন দুর্ঘটনায় উদ্ধারকাজ, আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে পারেন নরেন্দ্র মোদি।
যদিও ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। এরইমধ্যে এ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের রেল কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে সরকারের প্রধান হিসেবে ঘটনাস্থলে যাচ্ছেন নরেন্দ্র মোদি।
এদিকে হেলিকপ্টারে ওড়িশার উদ্দেশে রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া শনিবার সকালে দুর্ঘটনাস্থলে গেছেন দেশটির কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকসহ রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিমবঙ্গের শালিমার থেকে চেন্নাই যাচ্ছিল করমণ্ডল এক্সপ্রেস।
পথে ওড়িশার বাহানাগা বাজার এলাকা অতিক্রম করার সময় একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী ট্রেনটি। এতে ৩টি বগি বাদে করমণ্ডল এক্সপ্রেসের সব বগি লাইনচ্যুত হয়।
ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ২৮৮ জনে পৌঁছেছে বলে ওড়িশার ফায়ার সার্ভিসের মহাপরিচালক সুধাংশু সারেঙ্গি জানিয়েছেন। তিনি বলেন, ‘উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনাস্থলে অনেকে গুরুতর আহত অবস্থায় রয়েছেন।’
দুর্ঘটনায় ৮৫০ জনের বেশি আহত হয়েছেন বলে এএফপি জানিয়েছে। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে ওড়িশার মুখ্যসচিব পি কে জেনার বরাতে নিহতের সংখ্যা ২৩৮ বলে জানানো হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৬৫০ জন।
ওড়িশা ট্রেন দুর্ঘটনাকে দেশটির ২০ বছরের বেশি সময়ের মধ্যে ভয়াবহ বলা হচ্ছে।
Posted ৭:২৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ জুন ২০২৩
ajkerograbani.com | Salah Uddin