শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জিরার দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ জুন ২০২৩ | প্রিন্ট

জিরার দাম কমেছে

আমদানি বাড়ায় দিনাজপুরের হিলিতে জিরার দাম কেজিতে ৬০ টাকা কমেছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি জিরা ৮২০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা ৭৬০ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি বাজারের মসলা দোকানি গোলাম মর্তুজা শিফাত বলেন, গত ঈদের পর থেকেই জিরার দামটা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল। ৫৮০ টাকা কেজির জিরা দাম বাড়তে বাড়তে ৮২০ টাকায় গিয়ে দাঁড়িয়েছিল। বর্তমানে দাম কিছুটা কমেছে, আশা করি, ঈদুর আজহার আগেই আরো কমবে।

হিলি বাজারে আসা গাইবান্ধার মোয়াজ্জেম হোসেন বলেন, হিলিতে দেশের অন্যান্য এলাকার চেয়ে তুলনামূলক মসলার দাম কম ও মান ভালো থাকে। এ কারণে প্রতিবছর এখান থেকে চাহিদামত মসলা কিনে নিয়ে যাই। সামনে কোরবানির ঈদ। এই সময়ে মসলার চাহিদা বেশি থাকে, তাই দাম যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হয় সেই দাবি জানাচ্ছি।

হিলি স্থলবন্দরের জিরা আমদানিকারক সাইফুল ইসলাম বলেন, দেশের বাজারে জিরার দাম বেড়ে যাওয়ায় আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। মাঝে আমদানি কমে যাওয়ায় ভারতের বাজারেও জিরার দাম কিছুটা কমতে শুরু করেছে। এ দুই কারণে দেশেও জিরার দাম কমতে শুরু করেছে। আশা করি, আগামীতেও জিরাসহ সব মসলার দাম ক্রেতার নাগালের মধ্যেই থাকবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে জিরার আমদানি অব্যাহত রয়েছে। মাঝে আমদানির পরিমাণ কমে গিয়েছিল। বর্তমানে বন্দর দিয়ে জিরা আমদানি কিছুটা বেড়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ জুন ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]