শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মানসিকভাবে শক্ত থাকতে চাই: দিপু

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ জুন ২০২৩ | প্রিন্ট

মানসিকভাবে শক্ত থাকতে চাই: দিপু

আসন্ন আফগানিস্তান সিরিজে বাংলাদেশ স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার শাহাদত হোসেন দিপু। বয়সভিত্তিক ক্রিকেট ও ঘরোয়া লিগে পারফর্ম করেই জাতীয় দলের গন্ডিতে পা রেখেছেন তিনি। এখন অপেক্ষা জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর। অবশ্য সেটির জন্য অপেক্ষা করতে হবে এ তরুণ তুর্কিকে।

প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েই অনুশীলন শুরু করে দিয়েছেন দিপু। সোমবার দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। অনুশীলন শুরুর আগে সিনিয়র সতীর্থ থেকে কোচিং স্টাফ সবার শুভেচ্ছা বার্তায় সিক্ত হয়েছেন দিপু।

তবে উচ্ছ্বাসে ভেসে যাওয়া নয়, প্রতিযোগিতার মঞ্চে টিকে থাকতে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যেতে চান দিপু।

অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে দিপু বলেন, ‘আমি প্রতিনিয়ত নিজের স্কিল আরো উন্নত করার চেষ্টা করব। মানসিকভাবে আরো শক্ত হওয়ার চেষ্টা করব। এটাই আমার কাজ। এসব কাজে যত উন্নতি করব, আমার জন্য খেলাটা আরো সহজ হবে আমি মনে করি।’

সম্প্রতি শেষ হওয়া ওয়েস্ট ‘এ’ বিপক্ষে সিরিজে বাংলাদেশ ‘এ’ হয়ে আলাদাভাবে নজর কেড়েছেন দিপু। সময়োপযোগী ব্যাটিংয়ে নির্বাচকদের তাকে ভাবতে এক প্রকার বাধ্যই করেছেন।

ওয়েস্ট ‘এ’ দলের বোলারদের খেলার অভিজ্ঞতা জানিয়ে দিপু বলেছেন, ‘তাদের বোলাররা একটু কঠিন। ভালো অভিজ্ঞতা ছিল। সবাই আন্তর্জাতিক মানের বোলার যারা ‘এ’ দলে খেলেছে। ভারতেও মোটামুটি ভালো বোলার ছিল। এসব ক্ষেত্রে ধৈর্য থাকতে হয়, মানসিকভাবে অনেক শক্ত থাকতে হয়। তা যদি মানিয়ে নেওয়া যায়, তাহলে…।’

প্রসঙ্গত, আগামী ১৪ জুন মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। এ ম্যাচে জাতীয় দলে ডাক পেয়েছেন শাহাদত হোসেন দিপু। সবকিছু ঠিক থাকলে হয়তো জাতীয় দলেও অভিষেক হতে পারে এ তরুন ব্যাটারের।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ জুন ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]