
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৬ জুন ২০২৩ | প্রিন্ট
ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ফরাসির ক্লাবটির সঙ্গে চুক্তি মেয়াদ শেষ হওয়ায় মেসির পরর্বতী গন্তব্য কোথায় সেটা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে সেই তালিকায় যোগ দিয়েছে মেসির সাবেক ক্লাব বার্সেলোনা ও সৌদি ক্লাব আল হিলাল। তবে কোন ক্লাবে যাচ্ছেন মেসি সেটি এখনো চূড়ান্ত নয়।
কয়েকদিন আগে মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি আল-হিলালের দেওয়া প্রস্তাব মেনে নিয়েছেন এমন খবর আলোচনার জন্ম দেয়। এদিকে বার্সেলোনার কোচ জাভি জানান, মেসি বার্সেলোনায় ফিরবেন এমনটাই আশা করেন তিনি। তবে ঘটনা ভিন্ন মেসির চাওয়াতে ভিন্ন ইঙ্গিত, সৌদি ক্লাবটিকেই উল্টো নতুন প্রস্তাব দিয়েছেন তিনি।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম বলছে, সোমবার সৌদি আরবের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে, যেখানে মেসির পক্ষ থেকেও একটি দল ছিল। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ড সেখানে ছিলেন কিনা তা নিশ্চিত করেনি ওয়েবসাইটটি। বৈঠকে আগামী ২০২৪ সাল পর্যন্ত মেসির সৌদি ক্লাবে যোগদানের বিষয়টি স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে।
মেসির পক্ষ থেকে দেওয়া নতুন এই প্রস্তাবে বেশ অবাক হয়েছে সৌদি প্রতিনিধিরা। এরপর তারা জানিয়েছে, মেসিকে দেওয়া প্রস্তাবটি আগামী বছর থাকলেও, সেটি এবারের চেয়ে ভিন্ন হবে। বছরপ্রতি ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবটি তখন নাও থাকতে পারে বলে জানায় সৌদি।
মেসির নতুন এই সিদ্ধান্ত এমন সময়ই জানা গেল, যখন তার কয়েক ঘণ্টা আগে তার বাবা জর্জ মেসি বার্সেলোনায় সন্তানকে দেখতে চাওয়ার কথা জানিয়েছিলেন।
Posted ৭:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুন ২০২৩
ajkerograbani.com | Salah Uddin