
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৬ জুন ২০২৩ | প্রিন্ট
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে বিয়ের পরদিন শয়নকক্ষ থেকে নবদম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ২৪ বছর বয়সী প্রতাপ যাদবের সঙ্গে ২২ বছর বয়সী পুষ্পা যাদবের বিয়ে হয়। পরে বুধবার উত্তর প্রদেশের বাহরাইচে তাদের বাড়িতে ফেরেন। বিয়েপরবর্তী আচার-অনুষ্ঠানের পর রাতে তারা ঘুমাতে যান। পরদিন বৃহস্পতিবার সকালে শয়নকক্ষ থেকে এই দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়।
বলরামপুরের পুলিশ সুপার প্রশান্ত ভার্মা জানান, প্রতাপ ও পুষ্পার মৃত্যুর কারণ জানতে কক্ষটিতে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল তদন্ত চালিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তারা দুজনই হার্ট অ্যাটাকে মারা গেছেন। খবর হিন্দুস্তান টাইমসের
Posted ৫:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুন ২০২৩
ajkerograbani.com | Salah Uddin