শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আফগানিস্তানে স্কুলে বিষ প্রয়োগ, ৮০ ছাত্রী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ জুন ২০২৩ | প্রিন্ট

আফগানিস্তানে স্কুলে বিষ প্রয়োগ, ৮০ ছাত্রী হাসপাতালে

আফগানিস্তানে স্কুলছাত্রীদের ওপর বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮০ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত শনি ও রোববার ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফগানিস্তানে সার-ই-পোল প্রদেশের দুটি স্কুলে। এর মধ্যে অসুস্থ ৬০ জনই নাশয়ানে কাবুদ স্কুলের এবং বাকিরা নওশান-ই ফৈজাবাদ স্কুলের শিক্ষার্থী।

এর আগে প্রতিবেশী দেশ ইরানেও মেয়েদের স্কুলে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

সার-ই-পোল প্রদেশের পুলিশের মুখপাত্র দীন মোহাম্মদ নাজারি বলেছেন, কিছু অজ্ঞাত লোক সানচারাক জেলার বালিকা বিদ্যালয়ে প্রবেশ করে এবং ক্লাসে বিষ প্রয়োগ করে। পরে মেয়েরা ক্লাসে এলে বিষক্রিয়ার শিকার হয়। তিনি এ ঘটনার বিস্তারিত কোনো বিবরণ দেননি।

 

এ ছাড়া সেখানে কোন ধরনের পদার্থ ব্যবহার করা হয়েছে বা এ ঘটনার পেছনে কারা রয়েছে, সে বিষয়েও কোনো তথ্য সামনে আনা হয়নি।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে নারীদের শিক্ষা ও চাকরির ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুন ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(205 বার পঠিত)
(191 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]