
বাদশা, রংপুর জেলা প্রতিনিধি: | বুধবার, ০৭ জুন ২০২৩ | প্রিন্ট
রংপুরে নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজারের দাম বেড়েই চলছে । এমন পরিস্থিতিতে সব মানুষের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। গতকাল রংপুরে নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজারের বিভিন্ন ছোট বড় বাজার ঘুরে দেখা গেছে ,নতুন করে বাড়ছে পিঁয়াজের দাম।
সপ্তাহ খানিকের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে মান ভেদে ১০ থেকে ১৫ টাকা।
একইভাবে কাঁচামরিচ কেজি প্রতি বেছে ২০ -৩০ টাকা বেগুনের দাম প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ও করলার দাম ২০ থেকে ২৫ টাকা, পিয়াজ প্রতি কেজি ৮০-৯০ টাকা, বড় আলু ৩৫ টাকা ,ছোট আলু ৪৫ টাকা , টমেটো ৪০ টাকা, রসুন ১৭০ টাকা আদা ২৬০ টাকা, কাঁচা মরিচের কেজি ৯০-১০০ টাকা চাল কুমড়ার পিচ ৪০ টাকা, প্রতিপিচ লাউ আকার ভেদে৩০-৫০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা৩০ টাকা,পটল ৪০ টাকা,কচুর লতি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতা শফিক বলেন,কম দামে সবজি খাওয়ার দিন শেষ হয়ে গেছে। আস্তে আস্তে সব ধরনের সবজির দাম আর ও বাড়বে বলে ধারণা সব ধরনের সবজির দাম বাড়ছে।
বিক্রেতারা বলেন ,বৃষ্টি নামলে আরও সবজির দাম বাড়বে। আমাদের কিছু করার নেই। আমরা বেশি দামে কিনি,তাই বেশি দামে বিক্রি করি।
কাঁচা বাজারের খুচরা বিক্রেতা হাসিনুর রহমান জানান ,পিয়াজের মৌসুম শেষ চাহিদার তুলনায় বাজারেও পিঁয়াজের সরবরাহ কম !যার ফলে দাম বেড়েছে সবজি ।
ক্রেতা মফিজুর রহমান বলেন ,এভাবে সবজি দাম বৃদ্ধি হলে তো স্বল্প আয়ের মানুষের জীবন কষ্ট কর হয়ে দাঁড়াবে।
রংপুর শহরে বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, দৈনিক ৪৫০ থেকে ৫০০ টাকা আয় করি ।কোন কোন দিন ।এর কম হয় ।
কিন্তু বাজারে গিয়ে আর হিসাব মিলাতে পারিনা। তিনি বলেন যেভাবে নিত্যপূর্ণের দাম বাড়ছে তাতেও কোনমতেই আর সংসার চলে না বেঁচে থাকাই এখন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে !
Posted ৪:০৬ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুন ২০২৩
ajkerograbani.com | Salah Uddin