
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৭ জুন ২০২৩ | প্রিন্ট
ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডে জড়িত এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।
বুধবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রক্সিকান্ডে জড়িত থাকার ঐ শিক্ষার্থীর নাম স্বপন হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ছাত্র।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে ভর্তিচ্ছু তানভীর আহমেদের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. স্বপন হোসাইন প্রক্সি পরীক্ষার্থী হিসেবে হলে উপস্থিত হন। এ কারণে তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
প্রসঙ্গত, গত ৩০ মে বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ অ্যাকাডেমিক ভবনে ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে প্রক্সিকাণ্ডের অভিযোগে স্বপনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর জালিয়াতির কথা স্বীকার করেন তিনি। ঐদিনই ১৬ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই মামলায় এখন পর্যন্ত স্বপনসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
Posted ১২:৪০ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুন ২০২৩
ajkerograbani.com | Salah Uddin