
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৭ জুন ২০২৩ | প্রিন্ট
ফেনীর ছাগলনাইয়া থানার একটি অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত, হত্যা, ডাকাতি ও অবৈধ অস্ত্র ব্যবসাসহ ৮টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবু মুছা প্রকাশ ওরফে ‘পিচ্চি মনছুর’কে গ্রেফতার করেছে র্যাব।
দীর্ঘ ১০ বছর পলাতক থাকার পর মঙ্গলবার রাতে ঢাকার চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে র্যাব-৭ ফেনী ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্যাম্প কমান্ডার মো. সাদেকুল ইসলাম।
তিনি জানান, ২০১৩ সালের ৪ মার্চ ছাগলনাইয়া থানায় অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে একটি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ পাওয়া যায়। পরে তিনি মামলায় জামিনে বের হয়ে আত্মগোপনে যান। ২০১৬ সালে অস্ত্র মামলায় তার অনুপস্থিতিতে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দেয় আদালত। সে থেকে তাকে গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সবশেষ গত ৬ জুন মঙ্গলবার রাতে ঢাকার চকবাজার এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-৭।
উল্লেখ্য, তার বিরুদ্ধে ফেনীর বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।
Posted ১২:৪২ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুন ২০২৩
ajkerograbani.com | Salah Uddin