
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৯ জুন ২০২৩ | প্রিন্ট
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, ডিএমপির বিভিন্ন থানায় গ্রেফতারদের বিরুদ্ধে ৩৩টি মামলা করা হয়েছে।
গ্রেফতারদের কাছ থেকে থেকে ১৫৩ গ্রাম ৩৯১ পুরিয়া হেরোইন, ৪ বোতল দেশি মদ, ৯ হাজার ৪৭৯ ইয়াবা ও ৪২ কেজি ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
মাদকবিরোধী নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।
Posted ৮:২৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ জুন ২০২৩
ajkerograbani.com | Salah Uddin