শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মেসির জন্য প্রস্তুত নয় ইন্টার মিয়ামি’

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ জুন ২০২৩ | প্রিন্ট

‘মেসির জন্য প্রস্তুত নয় ইন্টার মিয়ামি’

মৌসুম শেষেই প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছাড়বেন লিওনেল মেসি। এটি অনেকটাই নিশ্চিত ছিল। তবে প্যারিস অধ্যায় শেষে কোথায় পাড়ি দিবেন, সেটি নিয়ে ছিল নানা আলোচনা। অবশেষে সব গুঞ্জনকে ছাপিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যাওয়ার ঘোষণা দেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

মেসির যোগ দেওয়ার খবরে যখন আনন্দে ভাসছে মিয়ামি শহর। তখন খানিকটা দুঃসংবাদই দিলেন মিয়ামির মূল দলের গোলরক্ষক মার্শম্যান। ক্রীড়া ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মেসির আসার ব্যাপারে ক্লাব এখনো প্রস্তুত নয়।

মার্শম্যান আরো বলেন, ‘আমাদের স্টেডিয়াম অস্থায়ী, লোকে সেখানে ইচ্ছে করলেই মাঠে ঢুকতে পারে। কোনো গেট নেই। আমরাও কোনোরকম নিরাপত্তা ছাড়া স্টেডিয়াম থেকে বের হই। তাই আমার মনে হয় ক্লাব প্রস্তুত নয়, যদিও আমি চাই সে আসুক।’

ফ্রিডম পার্কে ইন্টার মিয়ামি ১০০ কোটি ডলার খরচ করে নতুন স্টেডিয়াম বানাচ্ছে। এ কারণে অস্থায়ী স্টেডিয়াম হিসেবে আপাতত ফোর্ট লডারহিলে ডিআরভি পিএনকে স্টেডিয়াম ব্যবহার করছে ক্লাবটি। এই স্টেডিয়ামের আসনসংখ্যা মাত্র ১৮ হাজার এবং যে ধরনের নিরাপত্তাব্যবস্থার প্রয়োজন তা নেই। মিয়ামি নিজেদের জন্য নতুন যে স্টেডিয়াম বানাচ্ছে, সেখানে আসনসংখ্যা হবে প্রায় ২৫ হাজার, স্টেডিয়ামটি ২০২৫ সালে খুলে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার কথা মেসি জানিয়েছেন নিজেই। তিনি বলেন, ইন্টার মিয়ামির সঙ্গে ‘চুক্তি সম্পন্নের কাজ এখনো শতভাগ শেষ হয়নি। কিছু বিষয় এখনো বাকি আছে।’

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, মেসির সঙ্গে ইন্টার মিয়ামির চুক্তি হবে তিন মৌসুমের। প্রথম দুই মৌসুম শেষে চাইলে চলে যেতে পারবেন। চুক্তিতে থাকবে, মেয়াদ বাড়ানোর বিষয়টি অবশ্যই দুই পক্ষের সম্মতির ভিত্তিতে হতে হবে। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-এর দাবি, মেসিকে চার বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে।

মৌসুম প্রতি ৫ কোটি ৪০ লাখ ডলার পারিশ্রমিক পাওয়ার পাশাপাশি অন্য কিছু খাত থেকেও মেসি আয়ের সুযোগ পাবেন বলেও জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, অ্যাপল ও অ্যাডিডাস থেকে আয় করবেন মেসি। প্রতিষ্ঠান দুটি মেজর লিগ সকারের (এমএলএস) সঙ্গে চুক্তিবদ্ধ।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ জুন ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]