
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ জুলাই ২০২৩ | প্রিন্ট
একদিনের সফরে ঢাকায় এসেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
সোমবার ভোর ৫টা ১০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
স্পন্সর প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চার সূত্রে জানা গেছে, হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেবেন এমিলিয়ানো মার্টিনেজ। এরপর একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে দেখা করবেন তিনি।
বিকেলে ঢাকা থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দলের এ গোলরক্ষক।
কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত বলেন, বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষকের মূল সফর কলকাতায়। তাকে আনার উদ্যোগটাও সেখানকার পৃষ্ঠপোষকদের। তবে নিজের ইচ্ছায়ই বাংলাদেশে এসেছেন মার্টিনেজ। ঢাকায় ১১ ঘণ্টা থাকবেন আর্জেন্টাইন এ গোলরক্ষক।
Posted ৩:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ জুলাই ২০২৩
ajkerograbani.com | Salah Uddin