
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০২ আগস্ট ২০২৩ | প্রিন্ট
২০১৮ সালে কর্পোরেট গিপ্ট ও কাস্টমাইজড গার্মেন্টস পণ্যের সাপ্লাই এর মাধ্যমে যাত্রা শুরু করে মালেদা গ্রুপ, বাংলাদেশর কর্পোরেট কোম্পানি ও মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলোর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কাজ করছে মালেদা গ্রুপ।
কাজের মান ও কর্মদক্ষতা ছবি অনলাইনে দেখে দেশীয় কোম্পানির পাশাপাশি সম্প্রতি পোলেন্ড ও সৌদিআরব এর দুটি প্রতিষ্ঠান বাব্যসায়িক চুক্তিপত্র করতে মালেদা গ্রুপের ঢাকা অফিস ভিজিটর করে।
এই চুক্তিতে এখন থেকে মালেদা গ্রুপ দেশের বাইরে তাদের তৈরিকৃত পণ্য দেশের বাহিরে রপ্তানি করবে।
মালেদা গ্রুপের সি ই ও শাখাওয়াত হোসেন জানান -‘প্রতিটি সকাল শুরু করেছি নতুন স্বপ্ন এবং আত্মবিশ্বাস নিয়ে। রক্ত এবং ঘামে তৈরি করেছি সম্ভাবনা, অর্জন করেছি টিকে থাকার শক্তি। আমার বিশাল স্বপ্নের বাস্তবায়িত ছোট্ট একটি অংশ মালেদা গ্রুপ। কী করবো না করবো যখন ভাবছিলাম; তখন প্রিন্টিং প্যাকেজিংয়ের কাজ ভালো লাগা শুরু। করোনার মধ্যেই দেশের সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠানে টানা কাজ করে গেছি আমরা। মূলত তখনই নাম ছড়িয়েছে খুব। আজ আমাদের জন্যে এটা গর্বের বিষয় দেশীয় কোম্পানিগুলোর পাশাপাশি এখন দেশের বাইরের কোম্পানি গুলো আমাদের কাছ থেকে তাদের জন্যে পন্য রপ্তানি করে নিতে চায়। আমরা ভবিষ্যতের দেশের নাম আমাদের পণ্য গুলোর মাধ্যমে সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিতে চাই।’
Posted ১:০২ অপরাহ্ণ | বুধবার, ০২ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin