শুক্রবার ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

খামারের ৮০০ হাঁস নিয়ে উধাও কর্মচারী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ আগস্ট ২০২৩ | প্রিন্ট

খামারের ৮০০ হাঁস নিয়ে উধাও কর্মচারী

নওগাঁয় রাতের আঁধারে এক খামারির ৮০০ হাঁস নিয়ে পালানোর অভিযোগ উঠেছে ইসমাইল হোসেন ওরফে নবাব নামে এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় খামার মালিক আব্দুল মতিন সদর থানায় মঙ্গলবার (১ আগস্ট) একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত ইসমাইল হোসেন ওরুফে নবাব সদর উপজেলার নতুন সাহাপুর গ্রামের মৃত তাহেরের ছেলে। অভিযোগকারী খামার মালিক আব্দুল মতিনের বাড়ি একই গ্রামে।

জানা যায়, উপজেলা সদরের নতুন সাহাপুর গ্রামের বাসিন্দা আব্দুল মতিন। গত দুই বছর থেকে ৮০০ হাঁস নিয়ে সান্দিরা বিলে হাঁসের খামার পরিচালনা করছেন তিনি। খামার দেখাশোনার জন্য কর্মচারী হিসেবে ইসমাইল হোসেনকে নিয়োগ করা হয়। মঙ্গলবার (১ আগস্ট) ভোরে খামার মালিকের সঙ্গে কথা না বলে গোপনে ৮০০ হাঁস অন্যত্র স্থানে নিয়ে যান ইসমাইল। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

হাঁস খামারি আব্দুল মতিন বলেন, খামার দেখাশুনার জন্য দুজন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছিল। এর মধ্যে ইসমাইল হোসেন আমার প্রতিবেশী। তাকে রাতে হাঁস পাহাদার হিসেবে ১১ হাজার টাকা মাসিক বেতনে কাজ করার শর্তে নিয়োগ দেওয়া হয়। কিন্তু আমাকে না জানিয়ে ভোরে ৮০০ হাঁস নিয়ে তিনি অন্যত্র চলে যান। স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি পিকআপ (ছোট ট্রাক) যোগে হাঁসগুলো নিয়ে গেছে। হাঁসের মূল্য প্রায় ৫ লাখ টাকা। তার মোবাইলও বন্ধ আছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করেছি।

নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ০২ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]