
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০২ আগস্ট ২০২৩ | প্রিন্ট
তুরস্কে সুইডেনের অনারারি দূতাবাসে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে এক তুর্কি কর্মচারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় ৯টা ৪৫ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইজমিরে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় গভর্নরের কার্যালয় জানিয়েছে। তবে ওই হামলাকারী একজন ‘মানসিক ভারসাম্যহীন’ বলে দাবি করা হয়েছে। খবর: আল-জাজিরা।
রাষ্ট্রীয় সম্প্রচারকারী টিআরটি জানিয়েছে, সুইডেনের অনারারি কনস্যুলেটের বাইরে এ হামলার ঘটনা ঘটে। আহত নারী কূটনৈতিক মিশনে সচিব হিসেবে কর্মরত ছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক।
তুর্কি সংবাদমাধ্যম হাবের টার্ক জানায়, ভিসা আবেদন নিয়ে কথা কাটাকাটির জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে।
এদিকে দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যরা আক্রমণকারী ওই ব্যক্তিকে বন্দুকসহ গ্রেপ্তার করেছেন। একই সঙ্গে হামলায় ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছে গভর্নর অফিস।
তবে হামলার বিষয়ে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুইডিশ কনসাল জেনারেল এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে বুধবার ইজমিরে যাবেন।
Posted ১২:৫৮ অপরাহ্ণ | বুধবার, ০২ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin