সোমবার ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দাপুটে জয়ে সিরিজ জিতল ভারত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ আগস্ট ২০২৩ | প্রিন্ট

দাপুটে জয়ে সিরিজ জিতল ভারত

সিরিজ জিততে জয়ের বিকল্প ছিল না। একই সঙ্গে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হারের ক্ষতও পূরণের সুযোগ ছিল। এমন সমীকরণে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। এতে ২-১ ব্যবধানে সিরিজ শিরোপা নিজেদের করে নিয়েছেন গিল-কিশানরা।

মঙ্গলবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে উইন্ডিজের মুখোমুখি হয় ভারত। যেখানে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫১ রান সংগ্রহ করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৫১ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিক ক্যারিবীয়রা। এতে ২০০ রানের বড় জয়ে সিরিজ নিশ্চিত করেছে হার্দিক পান্ডিয়ার দল।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে ১৪৩ রানের বড় উদ্বোধনী জুটি পায় ভারত। ৮ চার ও ৩ ছক্কার ইনিংসে ৬৪ বলে ৭৭ রান করে ইশান কিশান স্টাম্পিং হলে এই জুটি ভাঙে। আরেক উদ্বোধনী ব্যাটার শুভমান গিলও ফেরেন সেঞ্চুরির আগে। ৯২ বলে ৮৫ রান করে গুদাকেশ মোতির ওভারে কেরিয়ার হাতে ক্যাচ দেন তিনি।

গিল ও ইশানে ছাড়াও আরো দুটি হাফ সেঞ্চুরি আসে ভারতীয় ব্যাটারদের কাছ থেকে। ২ চার ও ৪ ছক্কার ইনিংসে ৪১ বলে ৫১ রান করেন সাঞ্জু স্যামসান। এছাড়া ভারপ্রাপ্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৪ চার ও ৫ ছক্কায় ৫২ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন। ক্যারিবীয়দের পক্ষে ১০ ওভারে ৭৩ রান দিয়ে দুই উইকেট নেন রোমারিও সেফার্ড।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে উইন্ডিজ। স্কোরকার্ডে ৫০ রান যোগ করার আগেই হারিয়ে ফেলে ৬ উইকেট। এরপর তাদের রানতাড়া ছিল অনেকটা অসম্ভব ব্যাপার, পারেওনি সেটি করতে।

দশ নম্বরে খেলতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন গুদাকেশ। এছাড়া ৫০ বলে ৩২ রান করেন অ্যালাইক অ্যাথানজে।

ভারতের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন শার্দুল ঠাকুর।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ০২ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

বিজয়ের ছড়া
(200 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]