বুধবার ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফিফটিতে দলকে জেতালেন ম্যাচসেরা লিটন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ আগস্ট ২০২৩ | প্রিন্ট

ফিফটিতে দলকে জেতালেন ম্যাচসেরা লিটন

গ্লোবাল টি-২০ লিগে ব্যাট হাতে রান তুলতে পারছিলেন না লিটন দাস। অবশেষে দুর্দান্ত ব্যাটিং করে ফিফটিতে দলকে জিতিয়েছেন তিনি। এতে ম্যাচসেরাও হয়েছেন এ উইকেটরক্ষক-ব্যাটার।

মঙ্গলবার ব্রাম্পটনের সিএএ সেন্টারে স্বাগতিকদের মুখোমুখি হয় সারে জাগুয়ার্স। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ১১ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় লিটন দাসের দল।

জবাবে রান তাড়ায় শুরু থেকেই দারুণ চাপে পড়ে যায় সারে জাগুয়ার্স। ২১ রান তুলতেই টপ অর্ডার তিন ব্যাটারকে হারায় সারে।

ফলে সেই চাপটা পড়ে লিটনের ওপর। তাই তো রানের খাতা খুলতে কিছুটা সময় নিয়েছেন তিনি, ষষ্ঠ বলে পান প্রথম রানের দেখা। এরপর ধীরে ধীরে নিজের চেনা রূপে মেলে ধরেন ক্লাসিক এই টাইগার ব্যাটার।

পাকিস্তানি ব্যাটার ইফতেখারকে সঙ্গে নিয়ে লিটন ৯৯ রানের জুটি গড়েন। ষষ্ঠ ওভারে ক্রিস গ্রিনের প্রথম চার বল ডট খেলার পর পঞ্চম বলে স্লগ সুইপে ছক্কা মারেন লিটন। নবম ওভারে মিড উইকেট দিয়ে আরেকটি ছক্কা মারেন পাকিস্তানি পেসার হুসাইন তালাতকে। এভাবে তিনটি করে চার-ছক্কায় ৪৫ বলে তিনি ৫৯ রানের সময়োপযোগী ইনিংস খেলেন।

লিটনকে যোগ্য সঙ্গ দেওয়া ইফতিখার অপরাজিত ছিলেন ৪১ বলে ৩৮ রানে, খেলেছেন ২ ছক্কা ও একটি চারের বাউন্ডারি। জয়ের বন্দর থেকে ৯ রান দূরে থাকাবস্থায় বিদায় নেন লিটন। তবে তখনো হাতে ছিল ১৬ বল, ফলে নিরাপদ অবস্থানেই ছিল সারে জাগুয়ার্স। পরবর্তীতে ১১ বল হাতে রেখেই দলটি বড় জয় তুলে নেয়।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ০২ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]