শুক্রবার ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বকাপে খেলা নিয়ে সিদ্ধান্তহীনতায় পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ আগস্ট ২০২৩ | প্রিন্ট

বিশ্বকাপে খেলা নিয়ে সিদ্ধান্তহীনতায় পাকিস্তান

নিজ নিজ দেশে এশিয়া ও বিশ্বকাপ দেখতে একে অপরকে আমন্ত্রণ জানিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ ও বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। আমন্ত্রণে প্রথমে সাড়া দেয়ার খবর শোনা গেলেও দেশে ফিরতেই বদলে গেছে চিত্র। বিষয়টি নিয়ে আবারও উত্তপ্ত ক্রিকেটাঙ্গন।

মাঠে বিরাট কোহলি-বাবর আজমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও বাইরে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কোনো শেষ নেই। একটি ইস্যু যায় তো আরেকটি আসে। নতুন নতুন ইস্যুতে দ্বন্দ্বে জড়ায় দুদেশের ক্রিকেট বোর্ড। এবারের এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে নাটক ছাড়িয়ে গেছে অতীতের সবকিছু।

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত, আর বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না পাকিস্তান – এমন হুমকি-পাল্টা হুমকি চলেছে দীর্ঘদিন। ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলানোর হাইব্রিড মডেলে এশিয়া কাপ নিয়ে জটিলতা কেটেছে। তবে ওয়ানডে বিশ্বকাপে ভারত সফরে নিরাপত্তা ইস্যু টেনে এখনও জল ঘোলা করছে পাকিস্তান।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় আইসিসির সভা শেষে এ নিয়ে সুখবরই দিয়েছিল আন্তর্জাতিক গণমাধ্যম। ডারবানে নাকি বেশ হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে বিসিসিআই ও পিসিবি কর্মকর্তাদের। সেখানে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ বিসিসিআই সেক্রেটারি জয় শাহকে এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই দাওয়াত গ্রহণ করে বিশ্বকাপ দেখতে জাকা আশরাফকেও ভারতে যাওয়ার দাওয়াত দিয়েছিলেন জয় শাহ।

উভয়েই আমন্ত্রণে নাকি সম্মতিও দিয়েছিলেন। কিন্তু দেশে ফিরতেই বদলে গেছে প্রেক্ষাপট। পিসিবির আমন্ত্রণে সাড়া দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন জয় শাহ। আর তাতেই চটেছেন জাকা আশরাফ। পিসিবি প্রধানের দাবি, দক্ষিণ আফ্রিকায় মতৈক্যে পৌঁছেছিলেন তারা। দুদেশের ক্রিকেটীয় সম্পর্কের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু এখন ভিন্ন কথা বলছেন বিসিসিআই কর্তারা।

এদিকে, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি কমিটি গঠন করেছেন। সেই কমিটি ভেন্যু ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হলে সিদ্ধান্ত নেবে দেশটির ক্রিকেট বোর্ড। তবে এখন পর্যন্তও বিশ্ব আসরে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি। কয়েকদিনের মধ্যে এ নিয়ে আসতে পারে সিদ্ধান্ত।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ০২ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

বিজয়ের ছড়া
(199 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]