শুক্রবার ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মৌলভীবাজারে চোর চক্রের ৮ সদস্য আটক, তিন প্রাইভেটকার জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ আগস্ট ২০২৩ | প্রিন্ট

মৌলভীবাজারে চোর চক্রের ৮ সদস্য আটক, তিন প্রাইভেটকার জব্দ

মৌলভীবাজারে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তিনটি চোরাই প্রাইভেটকারসহ চোর চক্রের আট সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ আগস্ট) বিকালে মৌলভীবাজারে নিজ কার্যালয়ের হল রুমে এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান এ তথ্য জানান।

এ ঘটনায় আটক দুজনের নাম প্রকাশ করা হয়েছে; তারা হলেন- মৌলভীবাজার শহরতলির গুজাইরাই গ্রামের শাহ আলম, শহরের বেরীরচর এলাকার মুহিবুর রহমান সিতু। অন্যদের নাম তদন্তের স্বার্থে পরে জানানো হবে বলে জানায় পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান জানান, গত ১০ জুলাই রাতে কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকা থেকে জসিম উদ্দিন আহমদ নামের এক আইনজীবীর রূপালি রঙের একটি প্রাইভেটকার চুরি যায়। এতে ওই আইনজীবী কুলাউড়া থানায় মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস সুর্দশন কুমার রায়ের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করে পুলিশ অভিযান পরিচালনা করে।

এতে গাড়ি চোর চক্রের অন্যতম সদস্য শাহ আলমকে মঙ্গলবার শহরতলির গুজাইরাই গ্রামে নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মুহিবুর রহমান সিতুকে শহর থেকে আটক করা হয়। সিতুর দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার শ্বশুরবাড়ি আমতৈল ইউনিয়নের আদুপাশা গ্রাম থেকে কুলাউড়ার মাগুরা থেকে চুরি যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

একইভাবে আরও দুটি চোরাই প্রাইভেটকার কমলগঞ্জের শমশেরনগর ও হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে শাহ আলম ও সিতুসহ আন্তঃজেলা চোর চক্রের আট সক্রিয় সদস্যকে আটক করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ০২ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

বিজয়ের ছড়া
(199 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]