
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০২ আগস্ট ২০২৩ | প্রিন্ট
সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় হঠাৎ বিকট শব্দে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ৯টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এ সময় পুড়ে গেছে ঘরের খাট, টিভি, শোকেসসহ নগদ টাকা, বাড়ির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র।
মঙ্গলবার (১ আগস্ট ) রাত ৯টার দিকে উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে রান্না শেষে গল্প করছিল নুরুল ইসলামের স্ত্রী৷ হঠাৎ করেই বিকট শব্দ শুনে রান্না ঘরে গিয়ে ভয়াবহ আগুন দেখতে পান৷ এ সময় তিনি চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসেন৷ তবে মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ায় ৯টি ঘর ভস্মীভূত হয়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জিসান রহমান নাবিক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই আগুনে ৯টি বসতঘরে পুড়ে ছাই হয়ে যায়৷ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই এই অগ্নিকাণ্ড ঘটে।
Posted ৫:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ০২ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin