
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট
নরসিংদীর শিবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সৈয়দনগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরিদপুরের নগরকান্দার তোতা মুন্সীর ছেলে শাহিন হোসেন, শিবপুরের পালপাড়া এলাকার মো. রুকন উদ্দীনের ছেলে জজ মিয়া এবং কামারগাঁও এলাকার মো. নজরুল ইসলামের ছেলে অটোচালক নাসির উদ্দীন।
হাইওয়ে পুলিশ জানায়, রাত ১২টার দিকে দুজন যাত্রী নিয়ে অটোরিকশাটি ইটাখোলার দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কে উঠতে গেলে অজ্ঞাত কোনো গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোচালক নাসির উদ্দীন নিহত হন। অটোরিকশাটি মহাসড়কে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাহিন হোসেন ও জজ মিয়াকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আবু খায়ের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজন ও হাসপাতাল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Posted ৮:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin