
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট
ভারতের কেন্দ্রীয় সরকার ও দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মদদে গরু পাচার ও সীমান্ত হত্যার মতো ঘটনা ঘটছে বলে বিধানসভার দৃষ্টি আকর্ষণ করেছেন পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা ভগবানগোলার বিধায়ক ও তৃণমূল কংগ্রেস নেতা ইদ্রিস আলী।বুধবার বিধানসভায় দাঁড়িয়ে সীমান্তে বিএসএফের অত্যাচার, সীমান্ত হত্যা নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দলের এই বিধায়ক।এ সময় বিধানসভার ডেপুটি স্পিকার আশিষ ব্যানাজীর দৃষ্টি আকর্ষণ করে ইদ্রিস আলী বলেন, কেন্দ্রীয় সরকার ও বিএসএফের মদদে সীমান্ত এলাকায় বিপুল পরিমাণে গরু পাচার চলছে। তাদের মদদ ছাড়া এসব সম্ভব নয়।
Posted ৪:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin