
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিয়ের দুই মাসের মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জান্নাতি খাতুন নামে এক নববধূ।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তাড়াশের নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জান্নাতি ওই গ্রামের মো. আশিকের স্ত্রী এবং একই উপজেলার সোলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়ীয়া ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মো. আশরাফ আলী।
স্থানীয়রা জানান, প্রায় দুই মাস আগে জান্নাতির সঙ্গে বাঁশবাড়িয়া গ্রামের আলম হোসেনের ছেলে আশিকের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সংসারের কাজ নিয়ে জান্নাতির সঙ্গে শ্বশুর-শাশুড়ির বিরোধ চলছিল। বুধবার রাতে শ্বশুর-শাশুড়ি তাকে গালিগালাজ করেন।
এ কারণে রাতে খাবার না খেয়েই জান্নাতি ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে আশিক বাড়ির বাইরে গেলে তিনি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘরের মধ্যে মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন বাড়ির লোকজন।
তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted ৫:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin