
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযানে সংঘর্ষ ও গোলাগুলিতে অন্তত ৪৫ জন নিহত হয়েছে।ব্রাজিলের তিনটি প্রদেশে পুলিশ মাদকবিরোধী অভিযান চালাতে গেলে মাদক কারবারিদের সঙ্গে এই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে বলে বুধবার রাতে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।এতে বলা হয়, সাও পাওলো প্রদেশের উপকূলীয় শহর গুয়ারুজায় গত বৃহস্পতিবার স্পেশাল ফোর্সের এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়। এরপরই সাও পাওলো, রিও ডি জেনেইরো ও বাহিয়া প্রদেশে মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু করে পুলিশ।
Posted ৪:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin