
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট
কক্সবাজারের টেকনাফে মোবাইলে ‘ভিডিও ধারণ’ নিয়ে বাগবিতণ্ডার জেরে মোহাম্মদ সালমান নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জুবায়ের সাঈদ। এর আগে, বুধবার রাত ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সালমান ওই এলাকার হাফেজ আব্দুল খালেকের ছেলে।
স্থানীয়রা জানান, নাটমোড়াপাড়ার জনৈক হেলালের দোকানে মোবাইলে ধারণ করা একটি ভিডিও নিয়ে স্থানীয় যুবক জাফর ওরফে মাইক জাফরের সঙ্গে সালমানের বাগবিতণ্ডা হয়।
সালমানের চাচাতো ভাই মোহাম্মদ আতিক বলেন, রাতের পান খাওয়ার জন্য আমি ও সালমান হেলালের দোকানে যাই। এ সময় হঠাৎ মদ্যপ অবস্থায় জাফর এসে সালমানকে গালিগালাজ করতে করতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় দ্রুত সালমানকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জুবায়ের সাঈদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।
Posted ৮:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin