
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট
দীর্ঘ ছয় দশক ধরে মানুষের মহাকাশ বিচরণ। কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণ শুরু হয়েছে। লাখ লাখ ডলার খরচ করে অনেক ধনকুবের এরই মধ্যে মহাকাশের শূন্য মাধ্যাকর্ষণ বল উপভোগ করেছেন।এই ৬০ বছরের মধ্যে অসংখ্য নভোচারী মহাকাশ ভ্রমণে গেছেন, আবার ফিরে এসেছেন। এ সময়ে সেখানে প্রাণ হারিয়েছেন ২০ জন। অনেকের মনে একটি প্রশ্ন যে, মহাকাশে মৃত্যু হলে মরদেহের কী হবে? এ নিয়ে নাসা এরই মধ্যে একটি প্রটোকল ঠিক করেছে।এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রটোকল অনুযায়ী, পৃথিবীর কক্ষপথ মিশন, অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভেতরে কেউ মারা গেলে অন্যান্য ক্রু কয়েক ঘণ্টার মধ্যে একটি ক্যাপসুলে মরদেহ পৃথিবীতে ফেরত পাঠাতে পারবেন। যদি চাঁদে গিয়ে কারও মৃত্যু হয়, তাহলে ক্রুরা কয়েক দিনের মধ্যে মরদেহ নিয়ে পৃথিবীতে ফিরতে পারেন।
Posted ৪:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin