
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট
মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীতে মুষলধারে বৃষ্টি নেমেছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এতে নগর জীবনে নেমে এসেছে স্বস্তি। ছুটির দিন হওয়ায় অফিসগামী মানুষের ভোগান্তি না হলেও সাতসকালে রাস্তায় আটকা পড়েছেন বাজার করাসহ প্রয়োজনীয় কাজে বের হওয়া লোকজন।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের কয়েকটি জেলায় সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। দুপুরের মধ্যে ৭-৮টি জেলায় ঝড়, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম একং কক্সবাজার জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টিও।
এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আগামী দুইদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
Posted ২:৫২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin