
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট
বরগুনায় সদর উপজেলায় ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ছাড়া এক নারীকে কুপিয়ে জখম করা হয়। তাকে চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর হলো: হাফিজুর (১৩) ও তাইফা (৩)।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন , এ ঘটনায় অভিযুক্ত ইলিয়াসকে (৩০) আটক করা হয়েছে।
Posted ৬:১০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin