
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট
গাজীপুরের শ্রীপুরে বাড়ির বারান্দা থেকে জাহানারা বেগম নামে এক নারী পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার ভাংনাহাটি গ্রামের একটি বাড়ি মরদেহটি উদ্ধার করা হয়। তবে ঘটনার পরেই পালিয়েছেন নিহতের স্বামী মোহাম্মদ আলী জিন্নাহ।
মৃত জাহানারা রাঙামাটি জেলার বুড়িঘাট থানার ইসলামপুর গ্রামের আবুল মিয়ার মেয়ে। তিনি শ্রীপুর উপজেলার জনৈক পারভিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম।
শ্রীপুর থানার এসআই ওয়াসিম মিয়া জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ওই নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ঘটনার পরেই পালিয়েছেন নিহতের স্বামী। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Posted ২:৫৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin