
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট
রাজধানীর যাত্রাবাড়ী থেকে জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ২৯টি জালনোট, ৫০০ টাকার ছয়টি জালনোট ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সুমন সিকদার ও মো. নোমান ইসলাম। বুধবার বিকেলে যাত্রাবাড়ী থানার পূবালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এর এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, রাজধানীর যাত্রাবাড়ী থানার পূবালী এলাকায় অভিযান চালিয়ে ৩২ হাজার টাকার জাল নোটসহ মো. সুমন সিকদার ও মো. নোমান ইসলাম নামে দুইজন জাল টাকা সরবরাহকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ২৯টি জাল নোট, ৫০০ টাকার ছয়টি জাল নোট ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন ব্যস্ত এলাকায় জাল টাকা সরবরাহ করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রয়েছে বলেও জানান এএসপি এনায়েত কবীর।
Posted ২:৫৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin