
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
সদ্য শেষ হওয়া ইউরোপিয়ান ফুটবল মৌসুম দারুণ কেটেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির। ট্রেবল জিতেছে তারা। চ্যাম্পিয়নস লিগ জিতেই সিটির সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন দলের অধিনায়ক ইকাই গুনদোয়ান। তার এখন নতুন ঠিকানা বার্সেলোনা।
স্পেনের ক্লাবটির হয়ে ইতিমধ্যে অভিষেকও হয়ে গেছে ইকার। তবে তাকেই নিয়েই থেমে নেই কাতালান ক্লাবটি। এদিকে সিটির আরেক খেলোয়াড়ের দিকে নজর দিয়েছে কাতালান ক্লাবটি। সিটির বার্নার্দো সিলভার দিকে চোখ তাদের।
আর তাতেই চটেছেন ম্যানসিটির বর্তমান কোচ পেপ গার্দিওলা। বলেছেন, ‘আমি এমন ফুটবলারকে চাই না, যার এখানে থাকতে অনাগ্রহী। যার সিটিতে থাকতে চায় আমি কেবল তাদেরকেই দলে চাই।’
তারপরই নিজের প্রাক্তন ক্লাব বার্সার সমালোচনা করেছেন গার্দিওলা। কাতালানদের নিন্দা করে তিনি বলেন, ‘একজন ফুটবলারকে অন্য ক্লাব চাইতেই পারে। কিন্তু এর জন্য দরকার সঠিক প্রস্তাব, যেটা আমরা তাদের কাছ থেকে পাইনি। যদি তারা তাকে নিতে চায়, তাহলে বিমানে উঠে ম্যানচেস্টারে আসবে এবং আমাদের ক্রীড়া পরিচালকের সঙ্গে কথা বলবে।’
Posted ৭:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin