
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কামারকোণা এলাকায় আগুন লেগে চারটি ঘর পুড়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে কামারকোণা গ্রামের সুরুজ মিয়া, বকুল মিয়া, শেকুল মিয়া ও রাজু মিয়ার একটি করে মোট চারটি ঘর পুড়ে গেছে। এর মধ্যে দুটি টিনের ঘর এবং বাকি দুটি সেমি পাকা। আগুন লাগার খবর পেয়ে কটিয়াদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কটিয়াদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুল আলম জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
Posted ৪:৩৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin