
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. রুবেল মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে কটিয়াদী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত মো. রুবেল মিয়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খেতামারা গ্রামের রমজান আলীর ছেলে।
থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে কটিয়াদী মডেল থানা পুলিশ। এ সময় ১০ কেজি গাঁজাসহ রুবেল মিয়কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
Posted ৩:০৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin