
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী আটটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে।
চতুর্থ বারের মতো অনুষ্ঠিতব্য সমন্বিত এ ভর্তি পরীক্ষায় এ বছর নেতৃত্ব দিচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।
এ বছর মোট ৩৫৪৮ আসনের বিপরীতে ৮১ হাজার ২১৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। আসনপ্রতি ২৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ মোট ৮টি কেন্দ্রে সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ৫০০ জন পরীক্ষার্থী ও ২টি উপকেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার ৪২ জন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৬ হাজার ৮১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
Posted ২:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin