
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
কৃষ্ণসাগরে রাশিয়ার একটি ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় ট্যাঙ্কারটির ইঞ্জিনরুম ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।
রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষ্ণসাগরের কার্চ প্রণালীতে রুশ ট্যাঙ্কার জাহাজ ‘সিগ’-এ সামুদ্রিক ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে জাহাজটির ইঞ্জিনরুমের ক্ষতি হলেও এতে থাকা ১১ ক্রুর কেউ হতাহত হয়নি।
হামলার শিকার ট্যাঙ্কার জাহাজটি ক্রিমিয়া ব্রিজ থেকে দক্ষিণ দিকে ১৭ মাইল দূরে অবস্থান করছিল।
সর্বশেষ এই ড্রোন হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি।
এর আগে শুক্রবার ইউক্রেনের সামুদ্রিক ড্রোন হামলায় রাশিয়ার অন্যতম বড় একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। কৃষ্ণসাগরে রুশ নৌঘাঁটিতে জাহাজটির ওপর ড্রোন দিয়ে হামলা চালানো হলে তাতে আগুন ধরে যায়।
Posted ১২:২১ অপরাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin