
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
ক্রিমিয়ায় হামলা চালানো ইউক্রেনের ১০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় শুক্রবার সকালে ক্রিমিয়ার আকাশসীমায় ইউক্রেনের ১০টি ড্রোন ভূপাতিত করে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
এর আগে ইউক্রেনের সামুদ্রিক ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার অন্যতম বড় একটি যুদ্ধজাহাজ। কৃষ্ণসাগরে রুশ নৌঘাঁটিতে জাহাজটির ওপর হামলা চালালে তাতে আগুন ধরে যায় বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধজাহাজে কিয়েভের ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। একে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবেও আখ্যায়িত করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
হামলার ভিডিও প্রকাশ পেলেও আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কনড্রেটিয়েভ দাবি করেন, রাশিয়ান সামরিক বাহিনী নভোরোসিয়েস্কে দুটি সারফেস ড্রোন দিয়ে এই হামলা প্রতিহত করেছে, এতে কোনো হতাহত বা ক্ষতি হয়নি।
প্রসঙ্গত, সম্প্রতি রাশিয়ার ভূখণ্ডে ড্রোন হামলা বাড়িয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত রোববার বলেন, যুদ্ধ এখন ধীরে ধীরে রাশিয়ার ভূখণ্ডে যাচ্ছে।
Posted ১২:৩৬ অপরাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin